1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার ও বীজ বিতরণ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে মৌসূমি ফসল আবাদ, ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, গম, বাদাম, ভূট্টা, সরিষা, পেঁয়াজ, চিনা বাদাম, মসূর ও খেসারী বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

এ সময় প্রধান অতিথি বলেন, নবাবগঞ্জে কৃষি ও কৃষকের স্বার্থে খাল খনন করার মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে সকল ধরনের সহযোগীতা করবে উপজেলা প্রশাসন। তিনি এ বিষয়ে সকল কৃষককে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতার করার আহবান জানান।

এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্যোগে ১৪টি ইউনিয়নের প্রায় ২৭শ’ কৃষকের মাঝে পর্যায়ক্রমে কৃষি প্রণোদনা হিসেবে এ সার বীজ বিতরণ করা হবে বলে জানা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষকসহ উপজেলা কৃষি কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ