1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

নবাবগঞ্জ নাগরিক কল্যাণ সংস্থার উদ্যোগে মশক নিধন কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার দেখা হয়েছে

মশার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের জনগণ। তাদের কষ্ট লাঘবে নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ এতিমখানা এবং মাদ্রাসায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবাবগঞ্জ নাগরিক কল্যান সংস্থা।

রবিবার দুপুরে নবাবগঞ্জ থানা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম। পরে নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার অভ্যন্তরের ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসা সুপার মো. আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মো. রুহুল আমীন, নবাবগঞ্জ নাগরিক কল্যান সংস্থা সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান শোভন, সদস্য মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম ইফতি সহ আরও অনেকে।

পর্যায়ক্রমে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, শপিংমল, পাড়া-মহল্লা গুলোতে এ মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ