ঢাকার দোহারে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে চার দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার বিকালে উপজেলার জয়পাড়া বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে ব্যবসায়ী আনন্দ দাসকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যবসায়িকে ১০ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানগুলো থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করে দোহার থানা পুলিশ।
Leave a Reply
You must be logged in to post a comment.