করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট নিরসনে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সোনাহাজরা গ্রামের উদ্যমী যুবসমাজের উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে দ্বিতীয়বারের মত ওই গ্রামের অন্তত ১০০ নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ এবং আলু সহ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট ‘শুভেচ্ছা উপহার’ হিসেবে পৌঁছে দেয়া হয়। এর আগেও অর্ধশতাধিক পরিবারের মাঝে ‘শুভেচ্ছা উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওই গ্রামের দুবাই প্রবাসী মতিয়ার রহমান হিরা সহ অনেকে।
-মো. কবির হোসেন, সিনিয়র অফিসার, ওয়ান ব্যাংক, নবাবগঞ্জ শাখা।
মন্তব্য করুন