1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৮ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ আয়োজিত ‘নবীন সেতু সংঘ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ক্লাব মাঠ আয়োজিত খেলায় নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ ও রাধাকান্তপুর-চকখানেপুর পূর্বানী সংঘ অংশগ্রহণ করেন।

টান টান উত্তেজনাপূর্ন খেলায় প্রথম থেকেই গোল দেওয়ার জন্য মরিয়া উঠে উঠে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ৷ তবে স্টাইকারদের ব্যর্থতায় প্রথমার্ধে গোলশূর্ণ ড্র থাকে। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া হয়ে উঠে দুইদল। খেলার শেষ দিকে ১-০ গোলে এগিয়ে যায় রাধাকান্তপুর-চকখানেপুর পূর্বানী সংঘ। নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ গোল পরিশোধে ব্যর্থ হলে ১-০ গোলে জয় পায় রাধাকান্তপুর-চকখানেপুর পূর্বানী সংঘ।

পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আজগর।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. রাজ্জাক, ব্যবসায়ী সজিবুর রহমান, আবুল শিকদার, মাদবর ফারুক, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মানিক, ক্রীড়া সম্পাদক সহিদুল বিশ্বাস সহ ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ