সামান্য বৃষ্টি হলেই চলাচলে দুর্ভোগ পোহাতে হয় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম সড়কটিতে। আজ (৬ মে ২০২০) দুপুর ১২টার দিকে তোলা ছবি। বৃষ্টির মৌসুম এলেই এমন চিত্র সবসময়। গ্রামটিতে বসবাস প্রায় দুই হাজার লোকের। জীবনের তাগিদে প্রতিদিনই হাট-বাজার, স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রে রাস্তাটি ব্যবহার করে এলাকাবাসী। এ রাস্তাটি ছাড়া বিকল্প কোনো রাস্তা না থাকায় এ এলাকার মানুষের দুর্ভোগ যেন নিত্যদিনের। সামান্য বৃষ্টি হলেই হাটু পর্যন্ত কাঁদা মাটি মাড়িয়ে চলাচল করতে হয়।
-শামীম হোসেন সামন, বারুয়াখালী, নবাবগঞ্জ।
মন্তব্য করুন