ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিচালনার নিমিত্তে সুশীল সমাজ ও গণআকাঙ্খার মূল্যায়ন না করে হীন স্বার্থে ছাত্র-জনতার খুনি ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দোহারবাসী। বুধবার গণতন্ত্রকামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসী ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।
বুধবার দুপুরে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মিছিলটি বের হয়ে থানার মোড় ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের জনগণ। এসময় মানবন্ধনে বক্তারা বলেন, উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি ও সুতারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগের এজেন্ট। তাদের দায়িত্ব দেওয়ায় স্থানীয়দের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাকারী কুসুমহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জল মোল্লা সহ সকল প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা।
পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে অবিলম্বে এদের সরিয়ে জনগনবান্ধব প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.