ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. সাঈম নামে এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বাশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত যুবক মো. সাঈম উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা।
সরজমিনে গিয়ে জানা যায়, শনিবার বিকেলে চা খাওয়ার কথা বলে সাঈমের পূর্ব পরিচিত রাব্বি তাকে বাশতলা নিয়ে যায়। পরে সেখানে একটি ফাকা জায়গায় নিয়ে তার সাথে আরো বেশ কয়েকজন মিলে সাঈমকে মারধর করে।
আহত সাঈম জানান, আমার পূর্ব পরিচিত রাব্বি চা খাওয়ার কথা বলে আমাকে ডেকে নিয়ে ছয়জনে মিলে মারধর করেছে। রাব্বি মিথ্যা অভিযোগ এনে আমাকে হত্যার উদ্দেশ্য মারধর করে। আমি নাকি আজিম ভাইয়ের কাছে রাব্বি সম্পর্কে বলেছি যে রাব্বি মদ খেয়ে আপনাকে বকাবকি করছে, এই মিথ্যা কথা বলে আমাকে ওরা মারছে। পরে আজিম ভাইকে ফোন দিলে আজিম ভাই অস্বীকার করেছে আমি এমন কোন কথা বলিনি। বিনা কারনে আমাকে এভাবে মারা হলো আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রাব্বির সাথে কথা বলতে তার ফোন নাম্বারে একাধিকবার ফোন দিয়ে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে দোহার থানার এস আই সজিব জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.