1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

দোহারে সাংবাদিকের উপর হামলা

রিপোর্টার:
  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৬ বার দেখা হয়েছে

ঢাকার দোহারে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদের উপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক কাজী জুবায়ের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার সম্পাদক।

সাংবাদিক কাজী জুবায়ের অভিযোগ করে বলেন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে গেলে রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদ সহ বেশ কয়েকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। স্থানীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এঘটনায় তিনি,দোহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিক কাজী জুবায়ের এর উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ