গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ঢাকার দোহারে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোহার শাখার আয়োজনে জয়পাড়া কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড় ঘুরে এসে করম আলী মোড়ে গিয়ে মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় আন্দোলনে শিক্ষার্থী ও জনতা হত্যাকারীদের দ্রæত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার পাশাপাশি দেশ বিরোধী ষড়যন্ত্রে¿ যারা লিপ্ত তাদের বিরুদ্ধে সকলকে কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয় কর্মসূচি থেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.