1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

নবাবগঞ্জে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার:
  • আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের অনুপস্থিত থাকায় আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হোসেন সোহেল।

সভায় স্বাগত বক্তব্যে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল সরকার ঘোষিত অস্ত্র জমাদান, মামলা সংক্রান্ত, চুরি ডাকাতি ও মাদক রোধকল্পে পুলিশের ভূমিকা তুলে ধরেন। সভায় উপস্থিত মেজর মোঃ রাফাত বলেন, যৌথবাহিনীর উপস্থিতিতে চলমান পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. আসিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মো. শাহ আলম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ