আপনারা সকলেই অবগত আছেন যে, আমরা এই Birthday girls & boys গ্রুপের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষদেরকে একবেলার ইফতার করাতে চেয়েছিলাম। আমরা আমাদের স্থান থেকে প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতির স্বার্থকতা আনতে একতাবদ্ধ।
প্রথমেই ধন্যবাদ জানাই প্রিয় Mollah Didar ভাই কে যার উদ্যোগে আজকে আমরা ৪০০ জন রিক্সাচালক ভাই ও একটা ইট ভাটার কিছু শ্রমিক ভাইদের কাছে ইফতার পৌছে দিতে পেরেছি।
ইট ভাটায় কিছু বাচ্চা ছেলে মেয়ে ছিল খেলাধুলা করছিল,আমাদের খাবার গাড়ি দেখে দৌড়ে আমাদের সামনে এসেছে তাদের হাতে একটা করে খাবার প্যাকেট দেওয়ার পর তাদের মুখের যে হাসি সেইটা দেখেই মন কেড়ে নিয়েছে আমাদের সবার।
তাদের হাসিটাই যেন ছিল আমাদের সবথেকে বড় প্রাপ্তি।
জীবনে সেরা কিছু দিনের মধ্য আজকের দিনটিও যুক্ত হলো।
(Sanjoy Saha-এর ফেসবুক আইডি থেকে নেয়া)
Leave a Reply
You must be logged in to post a comment.