1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে জামায়াতের আর্থিক অনুদান প্রদান

রিপোর্টার:
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা জেলা দক্ষিণ জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে।

ঢাকা জেলা দক্ষিণের জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাশাসক বললে ভুল হবে না, সে মূলত একজন রক্তপিপাসু, নরখাদক ডাইনী ছিলেন। ক্ষমতার জন্য ১৬ বছরে সে হাজার হাজার নিরপরাধ মানুষকে খুন, গুম ও কারাগারে আটকে রেখেছিল। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা পেশ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। 

কেরানীগঞ্জ ছাত্র আন্দোলনে ৪জন শহীদ হয়েছেন। যারা শহীদ হয়েছেন তারা হচ্ছেন কেরানীগঞ্জ উপজেলার ছোট ভাওয়াল গ্রামের আসাবুদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (১৮), বাহেরচর গ্রামের নূরে আলমের ছেলে ফয়জুল ইসলাম রাজন (২২) পেশা ছাত্র, চন্ডিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ওসমান পাটোয়ারী (১৮) পেশা ছাত্র এবং সাংবাদিক ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান (৩১)।

 অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয় মানুষটির স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আব্দুল জব্বার। তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীন করছে দেশের ছাত্র ও আপামর জনগণ। এই স্বাধীন রক্ষা করতে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক মো.  কবিরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য কাজী বেলাল উদ্দিন, আব্দুর রহিম মজুমদার, আব্দুর কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ডাঃ দেওয়ান শহীদুজ্জামান, উপজেলা জামায়াত নেতা ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, উপজেলার থানা আমীরগণ ও  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ