গাছটির নাম ঠিক মনে নেই। ‘আগরা’ না কি নাম যেন বলতাম ছোটবেলায়। তবে এতটুকু মনে আছে গাছের এই কাঁটাযুক্ত বিচি নিয়ে খেলার সাথীদের মাথার চুলে জড়িয়ে দিতাম। আর সহজে খোলা যেতনা! আজ বিকেলে দোহারের বাহ্রা পদ্মার পারে এটি দেখে কিছুক্ষণের জন্য হলেও ফিরে গিয়েছিলাম সেই রঙিন দিনগুলোতে।
-মনির হোসেন, লটাখোলা, দোহার, ঢাকা।
মন্তব্য করুন