স্বরণকালের ভয়াবহ বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বস্তরের জনগণ। দেশের এই দুঃসময়ে বসে নেই ওলামায়ে কেরামও। তারই ধারাবাহিকতায় সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিজয়নগর এলাকায় দোহারের ওলামায়ে কেরাম এর সম্মিলিত প্লাটফর্ম জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা প্রাথমিকভাবে প্রায় সাত লাখ টাকার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, দুধ, স্যালাইন, পানি, মোমবাতি, পানি, শিশুদের জন্য সুজি ও দুধ এবং প্রয়োজনীয় প্রাথমিক ঔষধ সামগ্রী।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী বলেন, মানুষের পাশে দাড়ানোর প্রত্যয়ে আমাদের সভাপতি শিলাকোঠা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব এর আহবানে সাড়া দিয়ে দোহারের সর্বস্তরের জনগণ আমাদের ত্রাণ তহবিলে যেভাবে দান করেছে তাতে আমরা অভিভূত। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের যে কোন দুর্যোগ মুহুর্তে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply
You must be logged in to post a comment.