ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের নজিরবিহীন পরাজয় নিশ্চিত হয়েছে। সোমবার বিকেলে জয়পাড়ার আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পরাজিত শক্তি নিজেদের অপরাধের পাল্লা আরও ভারি করতে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভ্যুত্থানের পর থেকে দেশকে অস্থিতিশীল করতে কোথাও ডাকাতি, কোথাও ভাংচুর-অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের সঙ্গে ঘুরেফিরে তাদের সম্পৃক্ততার খবর আসছে। তারা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মরিয়া হয়ে উঠেছে। যেখানে দিনরাত এক করে ছাত্র-জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা সারাদেশে ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়ে গোটা পৃথিবীতে নজীর স্থাপন করছে, সেখানে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা ফায়দা লুটার চেষ্টা করছে।
সংগঠনের দোহার থানা শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন শামীম এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব মোঃ শামীম আহমাদ খান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারি হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকী, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখা সভাপতি মোঃ মতিউর রহমান মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সহ-সভাপতি মোঃ জামাল হোসেন প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.