1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জে ইউপি চেয়ারম্যানদের পদচ্যুতির দাবীতে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৮১ বার দেখা হয়েছে

‘ভোটার বিহীন চেয়ারম্যান মানিনা, মানবোনা’ এ স্লোগানে অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে স্থানীয় সরকারের ভোটারবিহীন নির্বাচনে বিজয়ী সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদচ্যুতির দাবীতে মানববন্ধন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ ভোটার। মঙ্গলবার দুপুরে উপজেলা ফটকে দাড়িয়ে তারা এ মানববন্ধন করে। পরে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।

এর আগে তারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ফটকে এসে পথসভা করেন। ভোটাররা জানান, শেখ হাসিনা সরকার ভোটার বিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকারহরণ করেছে। শেখ হাসিনার দোসর দরবেশ বাবা দোহার নবাবগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিল। তারা অসাংবিধানিক উপায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে জনগণকে পুতুল বানিয়ে রেখেছিল। আমরা ঐসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদচ্যুতি চাই। জনগণের ভোটাধিকার ফিরে পেতে চাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ