বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ঢাকার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান। রোববার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রোববার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। পরে স্কুলের শিক্ষার্থীরা সকল ক্লাস বর্জন করে মাঠে জড়ো হতে থাকে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায়। একপর্যায়ে আব্দুল মান্নান ব্যাক্তিগত সমস্যা কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
নবাবগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তানজিদ আহমেদ মুন্না জানান, দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদির যাবৎ ধংসের দিকে নিয়ে গিয়েছিলেন। তিনি সকল ক্ষেত্রই দুর্নীতি করেছেন। তাই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ তিনি পদত্যাগ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.