ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম সোহেল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দরা। ১৪ আগষ্ট বুধবার বিকেলে সৌজন্য সাক্ষাত করেন তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এডভোকেট ইব্রাহিম খলিল, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, এসিট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, বিশিষ্ট পরিবেশ ও সমাজকর্মী মোস্তাক আহমেদ, জামায়াত নেতা কাজী মাওলানা মোকাররম হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টারসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.