1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

হামলা ও হত্যার বিচারের দাবিতে নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

সিনিয়র প্রতিদেক
  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৩ বার দেখা হয়েছে

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার বিচারের দাবিতে ঢাকার নবাবগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নবাবগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজন করেন। সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাগমারা কোর্ট বিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বক্তব্যে তারা বলেন,‘ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা রক্তের বিনিময়ে দেশে স্বাধীনতা এনেছি তাই আমাদেরই স্বাধীনতা রক্ষা করতে হবে। এখন দেশের কোথাও যেন দুর্নীতি না হয় সেজন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। যেখানেই দুর্নীতি দেখবেন সেখানেই প্রতিরোধ করবেন।’

এ সময় তারা আরও বলেন, ‘দীর্ঘ কয়েক যুগ ধরে তুলসিখালী ব্রিজ থেকে অবৈধ টোল আদায় করা হচ্ছে। অন্তর্র্বর্তীকালীন সরকারের কাছে আবেদন এ টোল আদায় বন্ধ করা হোক। টোল বন্ধ করতে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আমরা প্রস্তাব করেছি এবং গণস্বাক্ষর নিয়ে ইউএনও বরাবর আবেদন করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ