1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচী

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে শহীদ মিনার উদ্বোধন ও বৃক্ষরোপণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর হক বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। এসময় তিনি তার বক্তব্যে বাংলা ভাষা ও শহীদ মিনারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ মন্ডল । এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার আব্দুল লতিফ মিয়া, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক গণেশ মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন দীর্ঘগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি চুন্নু মোল্লা, হযরত আলী, সাদেক খান, নান্নু ভূঁইয়া, কাজী আলমাস উদ্দিন, রনি মোল্লা, প্রিন্স মোল্লা, পনির মোল্লা, রাকিব হোসেন, মিরাজুল ইসলাম সহ আর অনেকে।

শহীদ মিনার নির্মাণে আর্থিক সহযোগিতা করেছেন সমাসেবক মোঃ আজহার মোল্লা ও আশরাফুল মোল্লা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দীর্ঘগ্রাম মোল্লা বাড়ি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ