1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

নুরনগর মীরেরডাংগী নূরানী সংঘ ক্রিকেট টুর্ণামেন্ট: পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ চ্যাম্পিয়ন

সিনিয়র প্রতিদেক
  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জের এন. এম নূরানী সংঘ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ। শুক্রবার বিকেলে নুরনগর মীরেরডাংগী নূরানী সংঘ এ খেলার আয়োজন করেন। এন.এম নূরানী সংঘের মাঠে আয়োজিত খেলায় নতুন বান্দুরা অরুণাচল সংঘ ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করেন্।

প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৫ রান করতে সক্ষম হন নতুন বান্দুরা অরুণাচল সংঘ। ৩৫ রানে জয়লাভ করেন চ্যাম্পিয়ন হয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ।

এরআগে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন।

এন.এম নূরানী সংঘের সভাপতি মো. হালিম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক অজিত কুমার রায়, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. স¤্রাট, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্ভু কুমার সরকার রাজন ও সাধারণ সম্পাদক মো. আইয়ুব।

আরো উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. শাকিল, সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আল গালিম শিকদার, পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, নতুন বান্দুরা অরুণাচল সংঘের সাধারণ সম্পাদক সঞ্জিত বণিক, বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান।

খেলা পরিচালনায় ছিলেন মো. ফারুক, মো. আলমগীর ও সুমন বেপারী। ধারাভাষ্যকার ছিলেন মো. ইমরান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ