1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

“হাচাই আমার আছান হইছে”

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০
  • ১৫৫৬ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন উপজেলা ও দোহার- নবাবগঞ্জ কলেজশাখা ছাত্রলীগ।

ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগের নেতৃত্বে উপজেলার চুড়াইন ইউনিয়নের দাফুনিয়া বিলের কৃষক নুরু বাবুর্চির ধান রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেটে দেয় ছাত্রলীগ।

গিয়াস উদ্দিন সোহাগ বলেন, করোনার প্রার্দূভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে নুরু বাবুর্চি তার জমির ধান কাটা নিয়ে বিপাকে পড়ে। সংবাদ পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার জমির ধান কেটে দিয়েছি।

কৃষক নুরু বাবুর্চি বলেন, “আমার এক একর জমিতে ধান লাগায়ছিলাম, মৌসুমের আগেই আগাম ধান পাইকা যায়। শ্রমিক না পাওয়ায় আমি ধান নিয়া টেনশনে আছিলাম। খবর পাইয়া ছাত্রলীগের ভাইয়েরা জমি থেকে ধান কাইটা বাড়িতে দিয়া আইছে। হাচাই (সত্যি) আমার আছান (উপকার) হইছে।”

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ এ ধান কাটায় আরও অংশগ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম সাইফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শোভন শিকদার, নাহিদুল আলম নাদিম প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ