1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

‘পারফর্মার অব দ্যা ইয়ার’ পুরস্কার পেলেন আ. হালিম

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৩ বার দেখা হয়েছে

২০২৩-২৪ অর্থবছরে সরকারি জমি উদ্ধার ও ব্যবস্থাপনায় পারফর্মার অব দ্যা ইয়ার পুরস্কার পেলেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম।

রবিবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তার হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি হিসেবে যোগদানের পর থেকেই দখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি উদ্ধারে নিয়মিত কাজ করে যাচ্ছেন মো. আ. হালিম। এছাড়া গ্রাহকদের ভূমি সেবায় নিরলসভাবে কাজ করছেন তিনি।

এব্যাপারে মো. আ. হালিম বলেন, নবাবগঞ্জে যোগদানের পর থেকেই চেস্টা করেছি আমার উপর দায়িত্ব সঠিকভাবে পালনের। ভুমি সেবা পেতে গ্রাহকদের যেন কোন হয়রানির শিকার হতে না হয় সেই চেষ্টা করেছি। জেলা প্রশাসক স্যার ও ইউএনও স্যারদের সহযোগিতায় কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছি। এমন স্বীকৃতি পেয়ে খুব ভাল লাগছে৷ যেকোন পুরস্কার ভাল কাজের অনুপ্রেরণা জোগায়। আমাকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও ইউএনও স্যারসহ সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ