ঈদুল আজহার দিন সকালে ঘুরতে বের হয়ে নিখোঁজ রয়েছে মাহিন মোল্লা (১৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে ।
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহিনের বাবা জাহাঙ্গীর মোল্লা। জিডিতে তিনি জানান, ঈদুল আজহার দিন সকাল ১০টায় বাড়ি থেকে ঘুরতে বের হয়ে উত্তর বালুখন্ড এলাকা থেকে মাহিন নিখোঁজ হয়। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে ও বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও মাহিনের খোঁজ মেলেনি। নিখোঁজের ৭ দিনেও মাহিন বাড়ি না ফেরায় পাগলপ্রায় স্বজনরা।
মাহিনের বাবা জাহাঙ্গীর মোল্লা আরও জানান, মাহিনের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট। মাহিনের পরনে ছিল সাদা শার্ট, নীল জিন্স প্যান্ট। সে বুদ্ধি প্রতিবন্ধী বলে জানান তিনি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পান, তাহলে এই নম্বরে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে : ও ০১৮৯০৯১১৬৬১ ও ০১৭৯৫৬৭৮৩৪৬ (জাহাঙ্গীর মোল্লা)
Leave a Reply
You must be logged in to post a comment.