1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

সাপে কাটা রোগীর চিকিৎসা মিলবে নবাবঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

সারাদেশের মতো ঢাকার নবাবগঞ্জেও বর্ষা মৌসুমকে সামনে রেখে সাপ আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কিত না হয়ে সাপে কাটা রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম। নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম রয়েছে বলে জানান তিনি।

ডা. শহিদুল ইসলাম আরো জানান, বাড়ির চার পাশের ঝোঁপঝাড়, আগাছা, খড়ের স্তুপ ও লাকড়ির স্তুপ বাসা বাড়ি থেকে দূরে রাখা এবং দিনের বেলায় জমিতে কাজ করার সময় সাবধানতা অবলম্বন সহ রাতের বেলা অন্ধকারে বের না হওয়ারও পরামর্শ দেন এ চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম সাপে কাটা রোগীর চিকিৎসা ও পরামর্শের জন্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গিয়াস উদ্দিন (০১৭৯৯৯০০৮৮৫), ডা. শামস উল ইসলাম ( ০১৭১৬০৯৯৬৫৭), ডা. হরগোবিন্দ সরকার অনুপ (০১৮১৯০২৬৯০২), ডা. মেজবাহ উদ্দিন (০১৭১২১৭০৪৪৮) এর সাথে যোগাযোগ করারও পরামর্শ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ