1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন

এসএসসি ব্যাচ-২০০৪: ২০ বছর উদযাপন উপলক্ষে নবাবগঞ্জে বন্ধু মেলা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০২ বার দেখা হয়েছে

‘জয় হোক বন্ধুত্বের বন্ধন’ এমন প্রত্যয়ে ঢাকার নবাবগঞ্জে ২০ বছর পর একত্রিত হয়েছিল দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৪ এর শিক্ষার্থীরা। শুক্রবার উপজেলার কলাকোপা ওয়ান্ডারেলা গ্রীণ পার্কে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা এর আয়োজন করেন।

সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি অনুষ্ঠান মালা। এরপর পরিচিতি পর্ব ও সৃজনশীল নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বন্ধু মেলা অংশগ্রহণকারী দুই উপজেলার প্রতিটি বিদ্যালয়ের বন্ধুদের হাতে সম্মাননা স্মারক দেওয়া হয়। এর বিভিন্ন নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। এসময় দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয় থেকে আসা বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্প, নাচ, গানে মেতে উঠেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। সব ব্যস্ততাকে পিছনে ফেলে একদিনের জন্য একত্রিত হয়েছিল প্রায় দেড় শতাধিক বন্ধু।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ