ঢাকার নবাবগঞ্জে তীব্র গরমে একটি বিদ্যালয়ের একই শ্রেণির ৮ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন, নবম শ্রেণির আফসু আক্তার, মিম আক্তার, মেহেনাজ আফরিন, নুসরাত জাহান, জান্নাতুল ইসলাম, লামিয়া আক্তার, পায়েল আক্তার।
বিদ্যালয় সুত্রে জানা গেছে, বুধবার মেলেং উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন প্রথমে নবম শ্রেণির ১জন শিক্ষার্থী শ্রেণি কক্ষেই অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে পার্শ্ববর্তী ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার পরপরই একই শ্রেণির আরও ৭ জন শিক্ষার্থী মাথা ব্যথা ও বমি উপসর্গ নিয়ে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়।
মেলেং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। গরম বেশি অনুভূত হওয়ায় এমন ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি বর্তমানে সবাই সুস্থ আছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল বলেন,‘ ওই প্রতিষ্ঠান থেকে আমাকে কিছু জানায়নি। তাই বিষয়টি আমি অবগত নই।’
Leave a Reply
You must be logged in to post a comment.