ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর সোনাবাজু বেড়িবাঁধ এলাকায় বণিক বহুমুখী সমবায় সমিতির সুপার মার্কেটে অগ্নিকান্ডে ২টি দোকান সম্পন্ন পুড়ে গেছে এবং মার্কেটের অফিস কক্ষ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ দোকানদাররা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে সোনাবাজু বেড়িবাঁঁধ এলাকার বণিক বহুমুখী সমবায় সমিতি সুপার মার্কেটের আব্দুস সালামের প্লাস্টিক ও বাঁশের বেড়া বিক্রির দোকানে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর পাশের আব্দুল আলীমের রড ও খুটির দোকানে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয় দোকানদাররা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দোহার ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দুইটি দোকানের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মন্তব্য করুন