বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে ও ঢাকা-২ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন এবং অন্যান্য কর্মকর্তা কর্তচারীদের সংযুক্তি আদেশ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে ৫ম দিনের মত কর্মবিরতি পালন করছেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বার সকাল নয়টা থেকে নবাবগঞ্জ উপজেলার পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা।
তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেন কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় বক্তারা বলেন, আর ই বি’র দীর্ঘদিনের শোষনের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির আপামর কর্মকর্তা ও কর্মচারীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করছেন সহকারী জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন। আমাদের চলমান আন্দোলনকে থামিয়ে দিতে মো. সালাহ উদ্দিনকে স্ট্যান্ড রিলিভ করা হয়েছে। দ্রæত সহকারী জেনারেল ম্যানেজার মো. সালাহ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাদের সংযুক্তি আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। পাশাপাশি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.