1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

নবাবগঞ্জে মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৮২ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে প্রদীপ সরকার (৫৪) নামে এক মিষ্টি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার টিকরপুর এলাকার ইছামতী মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল হালিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার টিকরপুরের ইছামতী মিষ্টির দোকানে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রয় এবং সংরক্ষণের অপরাধে দোকানের মালিক প্রদীপ সরকারকে ১০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম বলেন, খাদ্য ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। অস্বাস্থ্য পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত এবং বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ