ঢাকার নবাবগঞ্জে শুরু হয়েছে নতুন বান্দুরা প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৪।
শুক্রবার বিকেলে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শান সুপার কিংস ও ব্রাদার্স একাদশ অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ১-০ গোলে জয় পায় শান সুপার কিংস।
নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন শিকদারের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম। খেলার অতিথি ছিলেন এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন সাহেব আলী শিকদার, মীর রমিজ, মালেক চোকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ, আয়ুব আলী, জাকির হোসেন, শেখ আজগর, বাদশা মিয়া, ক্লাবের উপদেষ্টা সাইদুল শিকদার, আলমগীর চোকদার, সহ সভাপতি কাজী মামুন, যুগ্ম সম্পাদক বাবুল দেওয়ান, কোষাধ্যক্ষ লিটন চোকদার, সহ কোষাধ্যক্ষ শাকিল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ সাংগঠিন রাজিব হোসেন, রাকিব দেওয়ান, দপ্তর সম্পাদক আওয়াল হোসেন, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জনি, সহ ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা, ফিল্ড ক্যাপ্টেন সোহেল দেওয়ান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.