খেলাধুলা কে হ্যাঁ বলি, মাদক কে না বলি’ এমন ¯েøাগানে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার শুরু হতে যাচ্ছে নতুন বান্দুরা প্রিমিয়ার লীগ ফুটবল -২০২৪। নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের আয়োজনে প্রিমিয়ার লীগে ৪টি দল অংশ গ্রহণ করবে। অংশগ্রহনকারী দলগুলো হলো শান সুপার কিংস, ব্রাদার্স একাদশ, কাজী মামুন এন্ড ফ্রেন্ডস একাদশ ও সাইদুল শিকদার একাদশ।
খেলায় অতিথি হিসেবে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।
নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জনি বলেন, যুব সমাজকে মাদক থেকে দূর রাখতে এমন আয়োজন করা হয়েছে। নিয়মিত এ ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.