ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩দিনব্যাপী সনাতন ধর্মীয় শ্রী রাম চন্দ্রের পরম ভক্ত হনুমানের ২১ হাত উচ্চতার মূর্তি পূজা অনুষ্ঠিত হয়েছে। নয়নশ্রী হনুমান সংঘের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নয়নশ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে ২১ হাত উচ্চতার শ্রী শ্রী হনুমান পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে রাজধানীর শাখারীবাজার, তাঁতীবাজার, দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা থেকে বিপুল সংখ্যক ভক্ত পূণ্যার্থীর আগমন ঘটে। পূজাকে কেন্দ্র বাড়িতে বাড়িতে ছিল উৎসবের আমেজ। নয়নশ্রী মাঠে বসেছিল গ্রাম্য মেলা। সেখানে হাজারো ভক্তের ঢল নামে।
ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হতে এমন আয়োজন বলে জানান আয়োজক কমিটি।
পূজা কমিটির সভাপতি সুনীল রাজবংশী জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে ৭ বছর আগে পূজা শুরু হয়। সে বছর গ্রামবাসীর ইচ্ছা অনুযায়ী মূর্তি নির্মাণ শুরু হলে ২১ হাত উচ্চতায় গিয়ে নির্মাণ সম্পন্ন হয়। সেই থেকে ২১ হাত উচ্চতার মূর্তি নির্মাণ হয়ে আসছে।
Leave a Reply
You must be logged in to post a comment.