নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জে বর্ষবরণ উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের বটতলায় নবাবগঞ্জের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফার) আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করা হয়।
নাফার শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, চারুকলা প্রদর্শনী, আবৃত্তি ও বৈশাখী বিশেষ ফ্যাশন শো ছিল অন্যতম। এ ছাড়াও বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য নৃত্যগুরু নাফার নৃত্য শিক্ষক আমিরুল ইসলাম মনি ও জনপ্রিয় নৃত্য শিল্পী রীতি নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল বৈশাখী ফ্যাশন শো যেখানে ফুটে উঠেছে বাংলা সংস্কৃতি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলে, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মাহমুদ খান টুলু,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধা লায়ন ডাক্তার কে জেড খান, সাবেক সচিব হেদায়েতুলল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সুবোধ বিশ্বাস।
সভাপতিত্ব করেন নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা,।
সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নাফার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউর রহমান তোতা।
অনুষ্ঠান পরিকল্পনা, পরিচালনা, ফ্যাশন শো কোরিওগ্রাফি ও উপস্থাপনায় ছিলেন নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
আরো উপস্থিত ছিলেন নাফার সংগীত শিক্ষক মো.সেলিম, যোগাযোগকর্মী সানজিদা, প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। নাফার বিভিন্ন শাখার প্রায় ১৫০ শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.