1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

ঢাকা জেলা প্রেসক্লা‌বের ইফতার ও দোয়া মাহ‌ফিল

রিপোর্টার:
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

ঢাকা জেলা প্রেসক্লা‌বের ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠত হ‌য়ে‌ছে। ইফতার ও দোয়া মাহ‌ফি‌লে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন
কেরাণীগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান ও দ‌ক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লী‌গের সভাপ‌তি শাহীন আহ‌মেদ।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি (‌ডিইউ‌জে ) এর সা‌বেক সভাপ‌তি ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সহ সভাপ‌তি নজরুল ইসলাম মিঠু, বাংলা‌দেশ ক্রাইম রি‌পোর্টার্স এসো‌সি‌য়েশ‌ন (ক্রা‌ব) এর সাবেক সভাপ‌তি ও সা‌বেক সম্পাদক আবু সা‌লেহ আকন, বাংলা‌দেশ ক্রাইম রি‌পোর্টার্স এসো‌সি‌য়েশ‌ন (ক্রা‌ব) ও ঢাকা রি‌পোটার্স ইউ‌নি‌টি (‌ডিইউ‌জে) এর সাংগঠ‌নিক সম্পাদক জিলানী মিল্টন ও ক্রাইম রি‌পোর্টার্স এসোসি‌য়েশ‌নের সা‌বেক সাধারেন সম্পাদক আলাউ‌দ্দিন আ‌রিফ।

ঢাকা জেলা প্রেসক্লা‌বের সভাপ‌তি শামীম হাওলাদা‌রের এর সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেনসাধারণ সম্পাদক ফারুক আহ‌মেদ, প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও নির্বাহী ক‌মি‌টির সদস্য এইচ, এম আমীন, ‌কেরাণীগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি ম‌জিবুর রহমান, দোহার প্রেসক্লা‌বের সভাপ‌তি কামরুল হাসান, নবাবগঞ্জ প্রেসক্লা‌বের সি‌নিয়র সহ সভাপ‌তি আজহারুল হক, সহ সভাপ‌তি মিয়া আব্দুল হান্নান, কেরাণীগঞ্জ উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক সামসুল ইসলাম স‌নেট, ঢাকা জেলা প্রেসক্লা‌বের যুগ্ম সম্পাদক শামীম আরমান, সাংগঠ‌নিক সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক শাহীন আহ‌মেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান স‌ুজন, জনকল‌্যান ও আপ‌্যায়ন সম্পাদক শাহীনুর রহমান তু‌তি‌, দপ্তর সম্পাদক বিপ্লব ঘোষ, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মাসুদ রানা সহ ঢাকা জেলার ৫ উপ‌জেলা ও ৭ থানার সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ