1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জের আদি লরেন্স বেকারী মালিকের কারাদণ্ড

রিপোর্টার:
  • আপডেট : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭১৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের আদি লরেন্স বেকারী মালিক ইমানুয়েল কাজল রোজারিও (৩৩) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ইমানুয়েল কাজল রোজারিও উপজেলার নয়নশ্রী ইউনিয়নের পুরান তুইতাইল গ্রামের সুনীল রোজারি‘র ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বান্দুরা বাজারের আদি লরেন্স বেকারী ও কনফেকশনারিতে বিভিন্ন কোম্পানির ৭ রকমের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কোমল পানীয় ও শিশু খাদ্য পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে লরেন্স বেকারীর মালিক ইমানুয়েল কাজল রোজারিওকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম জানান, বান্দুরা বাজারের অন্যান্য দোকানদার ও ব্যবসায়ীগণকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করার জন্য সতর্ক করা হয়েছে।আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ