জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ সিজন ৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় শিলাকোঠা চ্যালেঞ্জার্স ও শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার অংশ নেয়। টচে জিতে প্রথম ব্যাট করতে নামে শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার। নির্ধারিত ওভারে ১৪৬ রানে টার্গেট দেয় শিলাকোঠা চ্যালেঞ্জার্সকে। পরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭০ রান সংগ্রহ করতে সক্ষম হয় শিলাকোঠা চ্যালেঞ্জার্স। এতে বিশাল ব্যবধানে শিলাকোঠা চ্যালেঞ্জার্সকে হারিয়ে শিলাকোঠা ফ্রেন্ডস পাওয়ার বিজয়ী হয়।
হুমায়ুন কবীর মোয়াজ্জেম ও মো রবিউল আওয়াল এর সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন। উদ্বোধক ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল।
উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মহসিন উদ্দিন আহমেদ দিপু, অ্যাডভোকেট মোতাহার হোসেন, মশিউর রহমান লাখু, রিপন মোল্লা, আমজাদ হোসেন, নাফিজ আহমেদ মাহমুদ ওয়াসিম, মশিউর রহমান মোল্লা, আরিফ বেপারী, কাজী আক্কাস, মো . জুয়েল হোসেন, আকরাম হোসেন, আবুল কালাম, তোফাজ্জল হোসেন তপু, কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম বিশ্বাস, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মোল্লা হুমায়ুন কবীর, কাওসার মোল্লা, মো. ই¯্রাফিল হোসেন, শাওন ইসলাম বাদশা, রবিউল আওয়াল, খন্দকার জহিরুল ইসলাম চঞ্চল, আবুল খায়ের রুবেল, জুলহাস হোসেন, সাইফ আলী খান, জাহিদ মন্ডল, শেখ নাজমুল, রিপন তালুকদার, প্লাবন পলাশ সহ আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.