ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন বেশী দামে বিক্রি করায় উপজেলার টিকরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এন মল্লিক ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। এসময় এন মল্লিক ফিলিং স্টেশনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুত্র জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ৭মার্চ কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন এর দাম পূর্বের তুলনায় কমিয়ে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই ফিলিং স্টেশন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল, ডিজেল এবং অকটেন বিক্রি করায় এন মল্লিক ফিলিং স্টেশন’ এর মালিক নার্গিস মল্লিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা দেন ভ্রাম্যমানের আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.