1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

দোহারে ট্রাক চাপায় একজন নিহত

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৫৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহারের ট্রাক চাপায় আক্কেল আলী (৪২) অনামে একজন নিহত হয়েছে। সোমবার সকালে উপজেহলার হলের বাজার এলাকায় এঘটনা ঘটে। মৃত আক্কেল আলী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমুড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টার দিকে আক্কেল আলী সাইকেল চালিয়ে হলের বাজার সংলগ্ন বেপারীবাড়ির মসজিদের কাছে এল পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে আক্কেল আলীর উপর দিয়ে ট্রাকের চাঁকা উঠে যায়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দূর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক চালক।

এবিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো.আজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ