ঢাকার নবাবগঞ্জ উপজেলার চরখলসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। রোববার (২৫ ফেব্রæয়ারি) বিদ্যালয় মাঠে চরখলসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, নবজাগরণ যুবসংঘ কুয়েত শাখা ও এলাকাবাসী এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা তাসলিমা খান। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মনিরুজ্জামান তুহিন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নবজাগরণ যুবসংঘ কুয়েত শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, প্রতিষ্ঠাতা সদস্য মো. ইদ্রিস বেপারী, নবজাগরণ যুবসংঘ কুয়েত শাখার সভাপতি মো. নূরু মিয়া, সমাজকর্মী নয়ন কুমার রায়, সামাদ মাদবর, অবিনাশ বৈদ্য, আয়নাল হোসেন, চরখলশি নবজাগরণ যুবসংঘের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম রাজু, বিলপল্লী সবুজ সংঘের সাধারণ সম্পাদক সিরাজ সিকদার, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সদস্য সুকুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার সরকার, শেখ লাবলু মাদবর, শহীদুল ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.