1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

নবাবগঞ্জে গাঁজাসহ আটক ২

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৮ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কায়কোবাদ চত্বর থেকে সুজন মিয়া (২৫) ও রাহুল খান (২৬) নামে দুই যুবককে দুই কেজি গাঁজাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা আনুমানিক রাত ৮টার চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো সুজন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুরের বরদলিয়া গ্রামের আব্দুল খালেক ছেলে এবং রাহুল খান নবাবগঞ্জ উপজেলার বিলপল্লি গ্রামের মো. আলমাছের ছেলে।

জানা যায়, মাদক পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে নবাবগঞ্জ সদর কায়কোবাদ চত্বরে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এসময় ইজিবাইকে দুই যুবক স্কুলের ব্যাগে গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক হলে গাড়ি থামিয়ে তল্লাশি করলে তাদের কাছে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন এসআই অজিত কুমার রায় ও এএসআই জানিবুর রহমান।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ‘আটককৃত সুজন ও রাহুলকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ