ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সুজাপুর নবারণ সংঘের আয়োজনে অমর একুশে টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সুজাপুর নবারণ সংঘের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে জ্যাক সোহেল একাডেমি ও চরকুশাই স্পোর্টি ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যাক সোহেল একাডেমির অধিনায়ক ইব্রাহিম খলিল মানিক। নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান সংগ্রহ করে জ্যাক সোহেল একাডেমি। ১৫৬ রান টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৪ রানেই থেমে যায় চরকুশাই স্পোর্টি ক্লাবের ইনিংস। ফলে ২১ রানে জয় পেয়ে সেমিফাইল নিশ্চিত করে জ্যাক সোহেল একাডেমি।
এসময় উপস্থিত ছিলেন সুজাপুর নবারণ সংঘের সভাপতি এইচ এম গণি, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক বজলুল আলম খান বাবুল, শেখ আল আমিন মাহমুদ, ক্রীড়া সম্পাদক পামির খান, উপদেষ্টা মো. শওকত হোসেন ফকির, কার্যকরি সদস্য সিরাজুল ইসলাম, সদস্য নবীন আহমেদ, জ্যাক সোহেল একাডেমির উপদেষ্টা সাংবাদিক ইমরান হোসেন সুজন, টিম ম্যানেজার সোহেল দেওয়ান ও কোচ মো.ইমরান সহ আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.