ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ ইসলামিয়া সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ক্লাবের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাজী মামুন এন্ড ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে উত্তর জয়পাড়া ফ্রেন্ডস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
খেলায় উদ্বোধক ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন অর রশিদ এবং গেস্ট অফ অনার ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব এর সঞ্জালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শ্যামলাল পাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শম্ভু কুমার সরকার রাজন, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, আইন বিষয়ক সম্পাদক শাহীন ইকবাল, নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি মো. হানিফ, রোজ লিফ ডেভেলপারের চেয়ারম্যান আবুল বাশার সুজন, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. স¤্রাট, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ সৈয়দ মোস্তাফিজুর রহমান বাপ্পি, বীর মুক্তিযোদ্ধা মো. শুকুর আলী, বান্দুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. জিয়া উদ্দিন, বান্দুরা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন মোল্লা ও সাধারণ সম্পাদক বখতিয়ার মিয়া।
খেলায় সঞ্চালনায় করেন বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. তাহের উদ্দিন।
মন্তব্য করুন