দোহার-নবাবগঞ্জ চ্যাম্পিয়ন্সশীপ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এ নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে নবাবগঞ্জের জ্যাক সোহেল একাডেমি। দোহার বয়েজ’কে ৪৬ রানে পরাজিত করে তারা। মঙ্গলবার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে ফিন্ডিং এর সিদ্ধান্ত নেন দোহার বয়েজ। প্রথমে ব্যাট করতে নেমে জ্যাক সোহেল একাডেমি নির্ধারিত ১৫ ওভাবে ৬ উইকেটের বিনিময়ে ১৫৫ রান সংগ্রহ করেন। দলের পক্ষে পামের খান ২২ বলে ৩২ রান, আদর ২৭ বলে ২৮ রান, প্রসনজিৎ ১৪ বলে ২৫ রান এবং দিপক ৭ বলে ২০ রান সংগ্রহ করেন। দোহার বয়েজের হয়ে রাকিব জুনিয়ার ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন।
১৫৬ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেয়ে ১৩.৪ ওভারে ১০৯ রানেই অলআউট হয়ে যায় দোহার বয়েজ। দলের পক্ষে সাকিব ১৩ বলে ২৯ রান, শাহিন ১৫ বলে ২৩ রান এবং কাজল ৯ বলে ১৫ রান সংগ্রহ করেন। জ্যাক সোহেল একাডেমির পক্ষে প্রসনজিৎ ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট এবং সজিব ২.৪ ওভার করে ২৫ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জ্যাক সোহেল একাডেমির প্রসনজিৎ হালদার।
Leave a Reply
You must be logged in to post a comment.