কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম এর উপর হামলা ও ক্যামেরা ভাংচুরে জড়িত দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও তার সহযোগীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা। সোমবার কদমতলী গোলচত্বরে কেরানীগঞ্জ প্রেসক্লাব এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
ঘন্টা ব্যাপী প্রতিবাদ সভায় বক্তারা, ৭২ ঘন্টার মধ্যে জাজিরা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনোয়ার হোসেনসহ তার সহযোগীদের দ্রুত প্রত্যাহারসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় কেরানীগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ১৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জে পুলিশের যাত্রী তল্লাশীর ভিডিও ধারনের সময় সাংবাদিক আরিফুল ইসলামকে হেনস্তা ও ক্যামেরা ভাঙচুর করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনোয়ার হোসেনসহ তার সহযোগীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.