1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

বিএনপির ভূয়া ডেটলাইনে কোন কাজ হবে না: সালমান এফ রহমান

রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৯৬ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, বিএনপি সুবিধাবাদি দল। ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হত্যার প্রতিবাদে আমরা শোক দিবস পালন করছি। প্রধানমন্ত্রী শেখ হসিনাসহ বিশ্বের অনেক দেশ নিন্দা জানিয়েছেন। ঢাকায় মার্কিন পতাকাও কিন্ত আজ অর্ধমিত আছে। কিন্ত বিএনপি নিরব, আমেরিকা তাদের প্রতি অসন্তুষ্ট হবে এই ভয়ে তারা কোন কথা বলছে না। বিএনপি এখনো আশায় আছে বিদেশীরা বা মার্কিনরা এসে ওনাদের ক্ষমতায় বসাবে।” শনিবার ঢাকার দোহারের জয়পাড়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে সালমান এফ রহমান আরো বলেন, গত বছর ১০ই ডিসেম্বরও তারা ডেট লাইন দিয়েছিল শেখ হাসিনা সরকার থাকবে না। তারপর থেকে বিএনপি অনেক ডেট লাইন দিয়েছে। বিএনপির ভূয়া ডেটলাইনে কোন কাজ হবে না। আমরা আওয়ামী লীগ মাঠে আছে, আমরা প্রমান করে দিয়েছি আমরা মাঠ ছাড়তেছি না। বিএনপির ভাব চক্করে মনে হচ্ছে শেখ হাসিনার অধিনেই বিএনপি নির্বাচনে আসবে। তারা নমনীয় হয়ে গেছে ইতোমধ্যে বলতে শুরু হয়ে গেছে ফাঁকা মাঠে নাকি আরয়ামীলীগকে গোল দিতে দিবে না। দেখবেন শেষ পর্যন্ত বিএনপিকে হার মেনেই শেখ হাসিনার অধিনেই নির্বাচনে আসবে।

নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, জয়পাড়া কলেজ গভণিং বডির সভাপতি আনোয়ার শফি চৌধুরী ইভো, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দোহার পৌরসভার আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক, ঢাকা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ হাসান, উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, পৌরসভা ছাত্রলীগের সভাপতি আল-আমিন বাঁধন, সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক সাঈফ হোসেন।

দুপুরে দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্র্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে সালমান এফ রহমান, স্মার্ট বাংলাদেশে স্মার্ট খামার গড়ে তোলার আহবান জানান।

পরে লটাখোলা চরজয়পাড়া সার্বজনীন মন্দিরে শারদীয় উৎসবে প্রধান অতিথি হয়ে যোগদান করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে তিনি ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সবাইকে সচেতন থাকতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অমিতাভ অপু, সাধারণ সম্পাদক রিপন রাজবংশী সহ আরো অনেকে।

এরআগে সকালে নবাবগঞ্জের আগলা ইউনিয়নের বেনুখালিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও টিকরপুর সার্বজনীন মন্দিরে পরিদর্শন করেন। বিকেলে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে বড় গোল্লা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বী জনসাধারণের সাথে মত বিনিময় করেন সালমান রহাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ