‘সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বারুয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবীর, সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল শিকদার, বারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ফরহাদ দেওয়ান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রওশন আলী, রেজাউল করিম রাজু, শেখ আজাদ, সৈয়দ ইমরান আলী, শিক্ষক প্রতিনিধি পুলকেশ বিশ্বাস, মঞ্জুর আলম ও কানিজ ফাতেমা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.