টান টান উত্বেজনা ও শ্বাসরুদ্ধকর খেলার মধ্যে দিয়ে ঢাকার দোহারে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলার শুরুতেই লটাখোলা এফসির খেলোয়ার ইসমাইলের গোলে ১-০ তে এগিয়ে থাকে লটাখোলা। এরপরে দু দলই আক্রমান পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে। বিরতি শেষে খেলার শেষ মিনিটে কার্তিকপুর একাদশ এর খেলোয়ার আরিফুল ইসলামের গোলে সমতায় ফিরে কার্তিকপুর একাদশ। পরে খেলা গড়ায় টাইব্রেবেকারে। লটাখোলা এফসিকে ৫-৪ গোলে পরাজিত করে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় কার্তিকপুর একাদশ।
নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ১ লক্ষ টাকা ও রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র মোহাম্মদ আলমাস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুুতুল, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বজলুর রহমান কামাল, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভূইয়াসহ সহ আরো অনেকে।
খেলার সার্বিক পৃষ্টপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল মাহমুদ।
Leave a Reply
You must be logged in to post a comment.