আওয়ামীলীগ বলে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমিও বলি দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, তবে কথা আছে জ্যাস্টিজ খাইরুল হকের মিথ্যা রায়ে আপনারা সংবিধান সংশোধন করেছেন সেটা সংবিধান নয়। আমি বলতে চাই ৯৬ সালে যে সংবিধান দিয়ে আপনারা নির্বাচন করেছেন সেই সংবিধানে নির্বাচন হবে। ৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করেছিলেন এখন তত্ত্বধায়ক সরকারে ভয় কেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের সিন্ডিকেট ও চুরিবাটপারের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার মনে করেন সিন্ডিকেট ছাড়া দেশের রাজনিতী ও অর্থনীতি সচল রাখা সম্ভব না। এজন্যই আজকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দেশ নেত্রী বেগম জিয়ার মুক্তি দরকার। তাই দেশের সকল নেতা-কর্মী দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবধ্য আন্দোলন গড়ে তুলার আহবানও জানান।
এর আগে দুপুরের দিকে বৃষ্টি উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ঢাকা জেলার নেতা-কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে। তারা বেগম জিয়ার মুক্তি ছাড়াও সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকে।
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিপুন রায়ের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক ও বেগম জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
Leave a Reply
You must be logged in to post a comment.